আমার দৃষ্টি সমুদ্দুর,
ঢেউয়ের তালে দোলছি
তবু কাটছে নাকো ঘোর।

আমি যাবো তেপান্তর,
লাগছে কেমন এলোমেলো
গাইছি ভাঙা সুর।

হাঁটছি নাকো মনের ভুলে,
যাবো অনেক দূর
রইব সেথা অন্তরালে।

মৃদুমন্দ বায়,
কেউ কি আছে যে-
আপনারে ভুলতে চায়?

আছে,দেখো,এ-ই আমি
পরিচয় জানলে-
পিছু নিতে,সাহস করোনা তুমি।

আমি রইব অন্তরালে,
যেথায় প্রজাপতি আসে
আমার বন্ধু হবে বলে।

সেথায়,পাপড়িগুলো আলতো নাড়িয়ে,
ফুলগুলো সব
ডাকে আমায়,সুবাস ছড়িয়ে।

বৃক্ষ হেথায়,শ্যামল ছায়ার কোমল আঁচল-
দেয় যে বিছিয়ে
থাকে গল্পেতে মশগুল।

নেইকো যেথায় লোভ,ঈর্ষা
কিংবা প্রতিশোধ,
আছে শুধুই ভালোবাসা।

নেইকো কোনো নামের বড়াই,
কিংবা কোনো মিথ্যা
আছে সেথায় মিলেমিশে সবাই।

আমি যাবো তেপান্তরে
থাকবো নাকো আর,
মুখোশধারী এই মানুষগুলোর ভীড়ে।

হাসবো,খেলবো,গাইবো,
নেইতো কোনো বাঁধা
শিকল ছাড়া হাঁটবো।

আমি চাইছি হারাতে,
নদী,গিরি,সমুদ্দুর
ডাকছে পিছু হতে।

কোনো নাম না জানা পথে
যাবো আমি
ডাকছে তারা,কি যায় আসে তাতে!

সেথায় এখন নির্মলতা কই!
অপরাধের ঘাটি-
গড়ছে অহরহই।

তাইতো,আমি যাচ্ছি তেপান্তর,
যেথায় থাকবো
বাঁধবো আপন ঘর।