আসো যদি,একগুচ্ছ গোলাপ এনো
গোলাপগুলো সাদা রঙের হয় যেনো।
আসো যদি,এসো এমনভাবেই
যাতে আবার প্রেমে পড়ি,আবার মুগ্ধ হই।
এসে কিছুক্ষণ চুপটি করে পাশে বসো
আর ভেবো,কেনো বলেছিলে,ভালোবাসো!
অভিযোগ নয়,নয় আর কোনো প্রশ্ন,
শেষঘুমে যে ক্রমেই হব আচ্ছন্ন।
আমার যে অনেককিছু বলার বাকি ছিলো
আমি সেদিন আর কি বলতে পারবো,বলো?
এ যদি শেষযাত্রা হয়-
শেষবারের মতো করো দৃষ্টি বিনিময়।
এ যদি ও বৃথা অনুনয়,
তাও একবার দেখতে এসোই নাহয়।

আসো যদি,একগুচ্ছ সাদা গোলাপ এনো
আমার জীবনটাই যে তখন থাকবে সাদায় মোড়ানো।
এই সাদায় মোড়ানো জীবনের পাশে-
একটুকরো রঙিন স্বপ্ন হয়ে বসো।
শেষযাত্রায় শুধু একটু সময় নিয়ে এসো।
বুঝলে না তো তুমি,ভালোবাসি কতখানি
কত গভীর প্রেমে ডুবেছি আমি
তোমায় দেখার সাধ যে কতখানি!
শেষবারের মতো নাহয় একটু বুঝে নিও
আমার হাতদুটোয় তোমার হাতের পরশ দিও
আর ভুলে যেও না,
ঐ যে একগুচ্ছ সাদা গোলাপ,আনতে ভুলো না।