হিম হিম শীতল বাতায়ন,
এক পশলা বৃষ্টির মূর্ছনা,
থেমে থাকা কিছু জীবন,
কিছু ঘরহারা জনের প্রার্থনা।
কিছু গল্প জমে থাকা মনের,
অঝোরে ঝরতে থাকে।
চারিদিকে পিনপতন নীরবতা,
শুধু ঝিরিঝিরি বৃষ্টির ঝংকার
বাজতে থাকে।
বৃষ্টিস্নানে প্রকৃতি সেজে উঠছে
আপন মহিমায়
অহো!সব ধূলিকণা আজ যেনো ধূয়ে যায়।
ব্যস্ত জনজীবন, ব্যস্ত সে শহর
কাটাচ্ছে আজ নীরব প্রহর।
ঘুম ঘুম চোখে অনিদ্রার রেশ,
কেউবা এতেই আছে বেশ।
কেউবা নিভৃতে বুনছে স্বপ্নজাল,
কেউবা আবার কাটছে রঙিন বেড়াজাল!