চক্ষু মেলিয়া দুঃখ হেরি
         দুঃখের সহিত বসতি গড়ি।
সবাই ছাড়ি যায়,দুঃখ রয়,
         তাহারেই লই আপন করি।

উর্ধ্বপানে দুহাত বাড়িয়ে-
         জানাই তারে সাদর সম্ভাষণ।
আমি ছাড়া আর কে আছে
          তাহার এমন প্রিয়জন?

যতই দুঃখ পাই,
          তবু দুঃখের পিছু ধেয়ে যাই।
দুঃখ বিনে সুখ না আসে
           তাইতো দুঃখ চাই।

দুঃখ আমায় মানুষ চেনার
         সহজ উপায় শেখায়।
দুঃখ আমায় ধৈর্য ধরার
         নতুন কৌশল জানায়।

অনলে পুড়াইলে লোহা
          যেমন খাঁটি হয়,
দুঃখ ও মোরে তেমনি করে-
          খাঁটি বানাইবে নিশ্চয়।

জীবন আঁধার কাটলে
          মিলবে আলোরই আভাস।
অদূরেতে আছে হয়তো
          পরম সুখেরও নিবাস।

সুখের লাগি দুঃখ পেয়েও
           করি সুখের আশ।
দুঃখে মোর জীবন গড়া
           তাইতো,এই দুঃখেরও বিলাস।