তৃষ্ণা পোড়ায় মৃত্তিকার গা,
ভানু পোড়ায় নীর।
দাবানলে কান্তার পুড়ে,
পুড়ে শখের নীড়।

রোষানলে বিবেক পুড়ে
হয় জীবনের ক্ষয়।
বিষের ঝাঁঝে হৃদপিঞ্জরে
জাগে মরন ভয়।

বিজলি জ্বালায় মেঘের জীবন,
তপ্ত বালি পোড়ায় পা।
কণ্টকেতে পোড়ায় পুষ্প
নুনে পোড়ায় ঘা।

রোদে পুড়ে কৃষাণ-কৃষাণী
উদর পোড়ায় ক্ষুধায়।
দিবা-নিশি চাতক পোড়ায়
বৃষ্টির আশায়।

বিচ্ছেদে পুড়ে নর,
পুড়ে কালো হয় মনের ঘর।
সব পুড়ে যায়-
দেখা যায়,যায়না দেখা অন্তরের দহন।

মুমূর্ষু অবস্থায় পোড়ায় পাতকী
পায়না শুধরানোর দিনক্ষণ।
দিকে দিকে এমনি দহন,
কেহ সহে,কারো হয় এমনি মরণ।
(৮ই ফেব্রুয়ারী ২০২৪)