চুপিসারে এসে মম হৃদপিঞ্জরে
কথা কও,বার্তা হও,
কর প্রেম বন্দনা।
দেখিতে না পাই তোমায়
আড়ালে শুধু রও,
কেন দাও এমন যাতনা?

মনেতে মিশায়ে মন
কর মধুর আলাপন,
দেখা দাও না।
ভালোই যদি বাসো
কেনো থাকো সঙ্গোপন,
আঁখিতে কেনো আঁখি রাখো না?

অনুভব জুড়ে রয়েছে ছড়িয়ে
তোমার কথার প্রতিধ্বনি,
তা কি জানো না!
কল্পনাতে আঁকতে চাইলাম,তব অবয়ব
কথার মায়ায় জড়িয়ে গেলাম,
আঁকাই হলোনা।

বলোনা কে তুমি,
কোথায় তোমার বাস,
কেনো তোমায় দেখিতে পাইনা।
তোমার প্রেম বন্দনায়
আমি তো হারিয়েছি সে-ই কবে,
কেনো বুঝোনা?

একটিবার দেখা দাও,
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে-
কথা দাও,ছেড়ে যাবে না।
মোর হৃদয়ে যে তুলেছো ঝড়,
দেখা দিয়ে শান্ত কর
আর আড়াল থেকো না।