কি এক হলো জ্বালা!
মুখ খুললেই দোষ হয়ে যায়,
বন্ধ মুখই ভালা।

দেখছো যাহা,সত্যি যদিও হয়
না দেখার ভান করো,
সত্যি বললে বিপদ যে নিশ্চয়।

থাকুক বন্ধ মুখ,বন্ধ থাকুক চোখ
মিথ্যের হোক জয়ধ্বনি,
সত্যি লুপ্ত হোক।

আধুনিক এই সভ্য যুগেতে
বিবেকবানের বিপদ বেশি,
নিরাপত্তা শুধু বিবেকহীনাতে।

হচ্ছে যাহা,হতে দাও,
চলছে যাহা,চলতে দিয়ে
নিজের পথে যাও।

বোবার কোনো শত্রু নাই,
গুরুজনে বলে
বোবা হয়েই থেকে যেও ভাই।

চারিপাশে তাকালেই বুঝা যায়,
সৎ লোক থাকে শত ভয়ে
অসৎ লোকই সাহসী অধিক হয়।

তাইতো বলি,মুখে কুলুপ আঁটো
বিবেক সুপ্ত রেখে,
নিজের পথে হাঁটো।