আজি এ মন বড় উতলা,
আছি সকলের মাঝে,তবু লাগছে যে বড্ড একেলা।

ডুবে তো আছি,ছিলাম যে ভাবনায়
স্বার্থহীন হয়ে কি-ই বা পেলাম,হায়!

স্বার্থের এ দুনিয়ায় কেউ তো কারো নয়
প্রয়োজনে শুধুমাত্র প্রিয়জন হয়।

পরিচিতির আড়ালে,অদৃশ্য দেয়ালে
বিভৎস মুখাবয়ব কেউ কেউ লুকায় নানা কৌশলে।

পরিচিত মুখাবয়ব অচেনা যখন হয়
ভাঙা এ হৃদয়,পুনরায় ভেঙে টুকরো হয়।

ব্যথাতুর ভগ্ন এ হৃদয়,
ভাঙে তারা,ভাবে এইতো বিজয়।

বিশ্বাস-অবিশ্বাসের খেলায়,
এভাবেই স্বার্থহীনরা হেরে যায়!