কখনও আসিও না আর
দিও না আর যাতনার ভার।
সহে না এ পরানে এমন ব্যথা
আর না আসিও সখা,রাখিও এ কথা।
এই যাও,এই আসিয়া কত কথা দাও
মাঝে সে কেমন আছে,তা কি বুঝিতে পাও?
নিত্য তোমার যাওয়া আসা,
নিত্য খুঁজিতে যাই নতুন আশা।
আশাহত হয়ে সদা ফিরিয়া আসি,
কারনটা শুধু তোমায় ভালো যে বাসি।
আর না ফিরিয়া আসিও,যদি যাও আবার
আসিলে ফিরিয়া- বলো,কেমনে করিব অনাদর!
ভালো যে বাসি,
ডাক শুনিয়া,কেমনে মুখ ফিরায়ে আসি?
তুমি তো আসো দিতে বিরহ যাতনা
বুঝিতে নারি,কি পাও সুখ,নাহি মোর জানা।
বিরহ যাতনা বুঝিবে কেমনে
যদি না তোমায় কেউ রাখে অযতনে।
যদি বা বুঝিতে,এমন যাতনা-
তুমি কেমনে দিতে,বড় ইচ্ছে জানিতে।