অনেক ঘুরে,এলেম নিজের ঘরে,
        এমন শান্তি আর না কোথাও পাই।
এই ঘরেতে এতো শান্তি,আহা!
        এতো ভালোবাসা,আর তো কোথাও নাই।

মাঝে মাঝে মনে হয়,
        এই ঘরে থাকা বিষম দায়।
এদিক ওদিক ছুটে যাই,
         পরক্ষণেই আপন ঘরেই ফিরিতে মন চায়।

মা-বাবা,ভাই-বোন,কত আপনজন
         বাঁধা থাকি একে অন্যের মায়ায়।
সুখ-দুঃখের ভাগাভাগি করে-
          মোরা থাকি যে,এই গৃহকোণটায়।
      
অভিমানে যত দূরে যেতে চাই,
          দেহ যায়,প্রাণ চায়,পিছু ফিরিতে।
দূরে গেলে বুঝি,হায়!
           শান্তি তো- আছে রাখা,ঐ ঘরেতে।