হারিয়ে তো গেছি সে-ই কবে
সেই সেদিন ও তুমি ছিলে অন্যকারো,
আজ ও অন্যকারোর থাকবে।
হয়তো একসাথে শিশিরভেজা ঘাসে
দুজনের হাঁটা হবে না।
হয়তো বৃষ্টিভেজা সন্ধ্যায়,
চায়ের আড্ডায়
তোমায় পাবো না।
তবু তুমি আছো আমার হৃদয়ে,
তুমি মিশে আছো-
আমার কবিতায়,আমার ছন্দে।
আমি তোমার থেকে হারিয়ে গেছি ঠিকই,
কিন্তু তুমি তো আছো-
আমার কল্পনার রাজ্যের রাজকুমার হয়ে।
জানতে যদি চাইতে
জানতে পারতে।
ঠিক কতটা-
তোমায় ভালোবাসি!
আকাশের বিশালতার চেয়ে ও বেশি
আমি তোমায় ভালোবেসেছি।
তুমি তো অন্য কাউকে চেয়েছো,
অন্যের ভালোবাসা চেয়েছো,
আমায় চাও নি।
তবু ও কোনো একদিন
শুনেছিলাম,আমায় তুমি ভালোবাসো!
মিথ্যেই হোক,
"ভালোবাসি"বলেছিলে তো।
আমি সেদিনই তোমায় চেয়েছিলাম
আর তোমায় চাইতে গিয়ে
নিজেই হারিয়ে যেতে বাধ্য হলাম।