ছায়া নীড়ে যাও নিয়ে,
শুকনো পাতার মর্মর ধ্বনিতে,
প্রণয়ের বাদ্য দাও হে শুনিয়ে।
লও হে বীণা,
সুরঝংকারে,কুসুম অলংকারে,
বৃক্ষ নাচুক আজি ভুলিয়া যাতনা।
মুঠো মুঠো আবিরে,
দোল পূর্ণিমায়,আনন্দ উল্লাসে
দাও হে রাঙিয়ে মোরে।
ডাকিছে কোকিল কুহু কুহু রবে,
শিমুল পলাশের শাঁখে,বহিছে দখিনা বাতাস,
তবু কি রইবে এমনি নিরবে!
সময় যে বয়ে যায়,
কত কথা বাকি,কত পথ দেখা বাকি,
চির চঞ্চল মন সদা পথপানে চায়।
নাও হে মোরে,
এ আহ্বান না করিও তুচ্ছ,
বাঁধিয়া রেখো হে শত জনমের তরে।
কনক কাঁকনে রাখিবো যতনে,
নাহি রবে বিন্দুমাত্র ত্রুটি,
সকল মাধুরি মিশিয়া রবে তব আপন ভুবনে।
দাও হে অকৃপণ ভালোবাসা,
ছড়িয়ে পড়ুক দিকে দিকে,
অকৃত্রিম চির সুখের প্রত্যাশা।