জানো প্রিয়,কাকডাকা ভোরে
একলা একা রং-বেরঙের
দিনগুলো নজর কাড়ে।

জানো প্রিয়,গ্রীষ্মের উষ্ণতায়
তেষ্টাকাতুর চোখ ঘুমকাতুরে
নামেই বিরাম যায়।

জানো প্রিয়,বর্ষা যখন আসে-
বইগুলো সব চায়ের কাপে
মুখ লুকিয়ে হাসে।

জানো প্রিয়,শরৎ আমার ভীষণ প্রিয়
কাশফুলেরা জমায় মেলা আর-
নীল আকাশের শ্বেত-শুভ্র মেঘ
সাজায় মোরে বারংবার।

হেমন্তের ঐ ভোর আর ডাকে না মোরে,
শীতের আড়ম্বর,স্নিগ্ধ লাগে বেশ
পিঠেপুলির মিষ্টি মধুর সাজ
ডাকে ঘ্রাণের সুরে।

বসন্তের কোকিল,জানো প্রিয়
ইচ্ছে করে আবার ফিরে যাই
প্রাচীন গ্রামবাংলায়।

যেথায় ফুলের মেলা, পাখির মেলা
শুকনো পাতার পর নতুন কুঁড়ির মেলা।

যেথায় মাটির মিষ্টি মধুর ঘ্রাণ,
যেথায় আমার একলা খানিক বসা
সেই পুকুরের কোণ-

ইচ্ছে করে প্রিয়,আবার ফিরে যাই
সেই চিরচেনা জগতটায়।