মোরা কল্পে রঙিন -
তুলে জীবনের বীন
আজ বাজিয়ে আলোর গানে
চমকাব দিন।
মোরা গল্পে যেদিন
ডেকে ড্রাগনের চিন
হানি মুখের আগুনে পোড়া
ছন্দ কঠিন –
তবে হাওয়ার মানুষ
মোরা উড়াব ফানুস্,
ডেকে ঝঙ্কারী সঞ্চারী
মরু বেদুইন।
মোরা তুলব ফণা
ভুলে ক্ষুধা যাতনা,
মোরা আসল ফসল বুনে
ভাগ নেব না।
মোরা তরিৎ্ কূলে
আসি সহজ ভুলে –
গা’ব জীবনের জয়গান
বাঁধা মানি না।