অনুভবে বুঝেছিনু
কালরাত্রিরা হলে পার
স্নিগ্ধ সকাল আসে ---
হয়ত ওপারে গন্ধর্ব তরুণী যত
ফুল চন্দন হাতে সুজাতার বেশে
দেবে মোরে তৃপ্ত অর্ঘ দান ,
সেইদিন হতে
আমার যৌবনপ্রান্তে মারের দাপট
শৃগালের আওয়াজেতে কৌতুক সম্ভাষ জানাবে না,
রাত্রির আহত পাখি যত
এ মাঝবয়সে ভোরের আশ্বাসে বুক বেঁধে
অনন্ত আকাশ পানে ধেয়ে যাবে ভর করে বোসন কণায়-
ভেসে যাবে স্বপ্ন খেয়া অনন্ত আলোকে
বিগ্-ব্যাং-এ ফেটে ছোটা সীমানার প্রান্ত অন্বেষণে -----
কে আমাকে ভাসিয়ে বেড়াবে ?
দেবতা না প্রবল দানব ?
সত্যের শপথ না কি মিথ্যার দাপট ?
হয়ত থাকবে না কেউ –
হয়ত থাকবে অনুভুতি -
কালের ঢেউয়ের বুকে আন্দোলিত
ছন্দে ধাওয়া এক ফালি জাগা অনুভব
এই ভালবাসা ----