বাংলাভাষা মোদের ভাষা   যোগায় সুধা প্রাণে ,
            মনের কোণে স্বস্তি আনে   কথায় এবং গানে ।
            পাক প্রধানের রাষ্ট্র যখন  করল হুকুম কড়া –
            উর্দু ভাষায় করতে হবে   সকল লেখাপড়া ,
            আগুন হয়ে উঠল জ্বলে   সমস্ত দেশ রাগে ,
            বঙ্গভুমি গর্জে ওঠে   “আমার ভাষা আগে ।”
            
      অনেক ছেলেই প্রাণ দিল তার আপন দেশের হয়ে,
            পদ্মা দিয়ে গেল অনেক  রক্তপানি বয়ে ।
           ফেব্রুয়ারির একুশ তারিখ  বাহান্ন সাল তবে –
           রক্ত দিয়ে নাম লিখাল  বাংলাভাষায় সবে ;
           সালাম,আবুল, জব্বরভাই ছাত্র আরো কত  
           পাকচক্রে শহীদ হল   অভিমন্যুর মত ।
          
            তাঁদের পদচিহ্ন ধরে  ভাবিকালের রথে ,
           জালিম হুকুম নাকাম করে  গলিতে রাজপথে
           বাংলাভাষা এগিয়ে চলে  বিজয় নিশান ওড়ে –
           মাতৃভাষা দিবস হয়ে   UNESCO  পরে ।

       খেয়ালখুশি শাসনপাশে বাঁধবে যতই অত্যাচারী-  
       মুক্তমনায় ততই শানায়  এই একুশের তরবারি।