দেখা হবে দু’জনায় -
কোন সুখ প্লাবনেতে
ভেসে যাওয়া প্রেরণায় –
মঞ্জুল শিঞ্জিনী গুঞ্জন পরছায়
দেখা হবে দু’জনায়।
কল্পনা তরি ভেড়ে
জাহ্নবী কিনারায় –
গৌড়ের রথ যেথা
কালের অসীমে ধায়
দেখা হবে দু’জনায়।
আহত সে শ্বেতপাখি
বোবা ব্যাথা হতাশায় –
রণছোড় গৃহ মাঝে
ঘণঘোর বেদনায়
দেখা হবে দু’জনায়।
সহ্যের সীমা ছেড়ে
উচ্ছেদ অন্যায় ,
মন্দের অন্ধের
স্পর্ধা যেখানে যায় -
দেখা হবে দু’জনায়।
স্বর্গের অর্ঘের
অনাদর বাসনায়
আদম বাঁধন ছেঁড়া
ইভ্ যেথা ভেসে যায় –
দেখা হবে দু’জনায়।