পাহাড়ের খাদে আছে
আকুল ঝাঁপানো মৃত্যু লোভ,
তীর্থলোভে ঘূর্ণী তুলে পাখী
উঁচু হিমালয় চূড়ে বারে বারে ধায়,
আমাদের দামাল বাংলায় –
বিদ্যাপতি হ্রদ হয়ে ভেসে
বয়ে যায় পুরণো ডাঙায়,
বালুকাবেলায় কোন বেহুলাভেলায়
লখামড়া শুয়ে থাকে
বানভাসি স্তব্ধ প্রতিক্ষায়,
আমাদের ব্যাকুল বাংলায় –
কত ধন রত্নরাজি স্তুপিকৃত প্রায়,
তাম্রলিপ্ত বন্দরের ঘর্মলিপ্ত পথে
গৌড়ের কালজয়ী রথে
কর্ণসুবর্ণ পানে ধর্মের জয়গানে
কত বীর শ্রমণেরা যায়,
আমাদের গরবি বাংলায় –
আগুন জ্বালানো বুকে
দাঁড়ালে জগৎ রুখে
শিকাগো ধর্মসভা ঘুরে,
জড় ও জীবন দিলে জুড়ে -
গীতাঞ্জলির পরদায় ;
নিশ্চিত জীবনসুখে ধুমকেতু ঝড় হানো
বারুদ বিছানো প্রতিজ্ঞায়,
আমাদের বিদ্রোহী বাংলায় –
হে মোর জন্মভুমি,
চিরম্লান ভিক্ষাজীর্ণ মুখে
লাঞ্ছনার গুরুভারে ঝুঁকে
প্রতিবাদে গর্জনের বুলি -
দলে্রা কোন্দলে ভরে ঝুলি,
বিপদে ঝুলির থেকে তুলি
দেখায় মার্জার প্রতিক্ষায় !
আমাদের অধুনা বাংলায় !