তোমার রক্ত-নীল ফ্যাকাশে নিরুdসুক মুখ
শ্বেতপাথরের থালায় সাজানো মুক্তোর হার –
মিডাসের ছোঁয়াচ্ লাগা নিখুঁত আঙ্গুল
নগ্ন দেহে হাতড়ে শুধু খোঁজে নোটের ধার ;
সম্পত্তির আশায় তোমার শিলান্যাস,
ঐশ্বর্যের নেশায় তোমার নাভিশ্বাস,
বিছার মত জড়ানো দেহে অলঙ্কার
স্বপ্ন সাজায় তোমার মনে অহঙ্কার –
আকাশ মেঘে ব্যাঘাত ঘটায় জমকালো
ঈর্ষা ছোবল বিদ্যুd বাণ চমকালো -
কঠোর মনে জটিল কালো দাগ ফোটে
পরের সুখে তোমার বুকে রাগ ওঠে ।
জীবন তুমি সফল কর ঈন্দ্রাণী,
সব নিয়ে যাও যেথায় যা পাও পূর্ণতা -
অঙ্ক খাতার সংখ্যাতে তাই হিসাব নি
শেষ ফলাফল লাভের গোড়ায় শূণ্যতা ;
তোমার চোখে পাথর কর প্রার্থীকে
অহংকারে মগ্ন দাপট সইল না -
আয়না তোমায় খুলে দেখায় অর্থীকে
সহজ দেখায় তোমার যাদু রইল না।