দাবানলের ক্রোধের শিখা -
বাতাস বাড়ায় তাকে ,
বর্ষ-আলোক তারার কথা
জোনাক্ ধরে রাখে ;
তীব্র জলের ঘূর্ণিপাতে
দেয় কি চোখে ধরা
কল্পনার ওই স্বয়ম্বরে
আলোর মালা পরা ?
শান্ত-গভীর সাগর জলে
সময় থেমে থাকে ;
অনেক কথা বলে যারা
অল্প কথার ফাঁকে –
সময় করে সময় নিয়ে
সময় দেব তাকে ।