===========
এখন আমি কেবলী অনুভূতিহীন এক টুকরো প্রানী কোষ;
জীবন আছে, যন্ত্রনা আছে, গোপন ঘাতক স্মৃতির চকমকে ছুড়িকাঘাত আছে।
নেই শুধু উপযোগিতা।
হুইল চেয়ারে বসে থাকি সারাদিন, আয়নার সামনেও
দাঁড়াতে পারিনা সোজা হয়ে।
পারিনা ধিক্কার দিতে চোখের নির্মমতায় আমার অবয়বকে।
কেবলী অনন্ত  বিনাশী সময় গুনি,
হাসলে কেমন দেখায় আমায়, জানিনা।
দারুন অভিমান, অপমান, নিরাশ নৈরাশ্যে
চোখে জল আসে;
বুকে চেপে থাকে সহস্র জোঁনাকীর মতো কাঁন্না।
যা ও যতটুকু ঘটে নিরবে, নিভৃতে, নির্জনে।
আমার জন্য আর কোন সহানুভূতিশীল চোখের বরাদ্দ নেই।
করুনা ভরা শত চোখ আমার শরীরে বেঁধে,
আটলান্টিকের লানিনোর হিংস্র আঁচরের মত।
তাই;
আমার সবচেয়ে প্রিয় বন্ধু এই চেয়ারখানি
যার যৌবন যাচ্ছে ক্ষয়ে, অপ্রয়োজনীয় আমারই ভার শয়ে।