পৃথিবীতে দূর্বল'রা কেঁচোর মতো জন্মায়।
পোকামাকড়ের মতো বাস করে।
উঁইপোকার মতো মরে যায়।
তাদের ইতিহাস থাকেনা, ভিটেমাটি,
হাড়গোর কিচছু থাকেনা।

তাদের কথা হলো আর্তনাদ
ভাষা হলো ক্ষুধা,
তাদের ধর্ম হলো একে অপরকে অভিসম্পাত করা।

দৃষ্টির সঙ্গমে তারা জন্মজন্মান্তর আসে যায়।
নিঃস্ব, নিরুপায়।