জানেন,
ভালোবাসা এক নির্ঘাত ব্যাধি,
এই ব্যাধির নিরাময়ে শ্রম দিতে হয়,
সময়, মেধা।

ইচ্ছা-অনিচ্ছার মেলবন্ধন গড়ে তোলা হয়
প্রতিষেধক হিসেবে।
তারপর প্রসবীত হয় বাসা।
বাসায় ব্যাধির ভালোর দখল নিয়ে চলে
দলাদলি, বাদ-বিবাদ। রাগে-অনুরাগে
সে আর ভালো থাকতে পারেনা।

নীরার মতো নিরুদ্দেশ হয়,
কখনো ফিরে আসে, কখনো ফিরে আসেনা।

#ছিন্নমনা'র পাঠ