তোমার চুলগুলো এই গ্রীষ্মের বাউল বাতাসে যেমন উড়ে
তেমনি উড়তে পারত তোমার শারীর আঁচল
শহুরে মাতাল বাতাসে।
তোমার চারপাশটায় অভিজাত প্রশাধনীর দোকানগুলোর
আলো ঝলকাত আর শরীর থেকে বের হত সেন্সেশন পারফিউমের সুমিষ্ট ঘ্রান।
তুমি হতে পারতে সেন্সেশন মডেল।
এখানে বাউল বাতাস, তোমার চারিপাশ ঘিরে বিস্তৃর্ণ শস্যক্ষেত।
দিগন্ত জোড়া নীল আকাশের নীচে তোমার আঁচল ভরা শস্যবীজ।
খোপায় ঝিঙ্গে ফুল।
তোমার চুলগুলো ও জ্যোৎস্না এখানে একি রকম খেলে, নদীর জলে।
আমি ভরাট চাঁদের আলোয় গ্রামের পথ ধরে হাঁটি আর
তোমাকে গল্প শোনাই নটি আমেরিকার সিন সিটির সেন্সেশন বালিকার।
আধুনিকতা সেখানেও তাদেরকে নির্লজ্জ হতে বাঁচতে শিখিয়েছিল।
আর সেই অনুভুতি হতে পৃথক সত্তা নিয়ে তুমি এই গ্রামে ছনের ঘরে
আমায় নিয়ে এন্সেন্ট ও ইনোসেন্ট হয়েছিলে।
পুকুরের জলে হাঁসেদের সাথে তুমি ডুব সাঁতার খেলে
যে সময় গুলো পাড় করেছিলে; সেই সময় গুলোয় আমি
খেঁজুর গাছের বুক চিঁড়ে সন্ধান করেছিলাম সুমিষ্ট প্রাকৃতিক রস।