==============
প্রয়োজনে হয় প্রিয়জন সবে,
সদা সংশয়ে থাকে অনুভবে,
প্রিয় নয় কেহ কারো, প্রিয়’র অভিনয়,
স্বার্থের কাছে প্রিয়জনও, অপ্রিয় কথা কয়।
অভিনয় থেকে প্রিয় হতে হতে
প্রেম হয় পরকীয়া,
প্রিয় পথ ধরে যায় বুক চিরে
দেখো প্রিয় কার তব প্রিয়া।
প্রিয় পিতা, হয় প্রিয় অনুভব,
প্রিয় মাতা হয় প্রেম,
প্রিয় ভ্রাতা রক্তে গাঁথা
প্রেয়সীর কাছে প্রিয় প্রেম শিখিলেম।
আর কে কার প্রিয়জন কখন যে হয়,
কার লাগি মন ব্যাকুল বাঁধন,
ছিঁড়ে ছুটে চলে আপনকে করিতে পর,
কখনো পরকে করিতে আপন।