আমি হয়তো এমনই চেয়েছিলাম
আমার সেই কৃষান জীবন। তোমাকে ঘিরেই যেন
দিনের সমস্ত ঘাম।
পায়ে কাঁদা, বারান্দায় পা ঝুলিয়ে বসে আমি পান্তার জলে নুন,
তুমি পিয়াজের শিষে ফুল।
পিপাশার জলে তোমার ছবি ও লুকোন বদনাম ,
অনাহারে করি পান।
আজি ফাগুন এসে গেছে হায়, আমাদের কৃষান সন্ধ্যায়
আঁট সাঁট চুল বেঁধে তুমি ভাব গ্রীহস্ত রাত।
আমি দেই তার সূর্য সমান দাম।
আমি এমনি চেয়েছিলাম।