তাল বেতাল হল
সুর হল বিদ্রোহী
ভগবান ও খোদায় মিলে মিশে এক হল
অনাগ্রহী হল আগ্রহী।
যে প্রেম বোঝেনা সেও ডুব খেল
হই চই হল গ্রাম,
যেথা খরো রোদ ছিল সেথা বৃষ হল
বর্ষিল অবিরাম।
যার হাঁড়েতে ঘুন ধরেছিল
সে হল ঘুন পোকা,
রাত ভোর হতেই জেগে গেল সব
যত ছিল খুকি খোকা।