সত্যি সে নেই;
তবু গভীর রাত, ঘুম ভেঙ্গে যায়।
তবু জাগ্রত যতসব ব্যাস্ততা নিয়ে
ট্রেনটি বাঁশি বাজিয়ে চলে যায়।
তবু আলো জ্বলে ওঠে তার
অভিমুখে।
বুকে কুয়াশাচ্ছন্ন ভোর।
রাত জাগা দুটো ঠোঁট
গরম চায়ের জলে
তবু ডুব খায়।