১
তোমার চুলে ও আঙ্গুলে ঘাম জমেছিল সেদিন,
সেদিন ছিল রোদ্দুরময় একটা দিন ও আমরা ছিলাম প্রায় দুপুরের প্রান্তে।
তোমার গ্রীবার ঘামে ঘরময় স্নান হল দুপুর; ক্লান্ত আমরা আজো সে কথা মনে তুলে হাসি।
বাসি সব কথা তবু বাসনার ছোবলে আজো আহত হতে চায়।
২
তোমার চোখের তারায় রাত্রি দুপুর তাতেই ধুমকেতু খোয়াল প্রথমবারের মত,
অবিরত বর্ষিত হল সে আর খুঁজে পেল আত্মবিনাশ।
৩
যৌবনের ভরা দুপুরে সে চোল করে তুলে দেয় এক মুঠো স্বচ্ছ জল।
সে জলে ছলছল করে দুটো মায়াবী চোখ সারাটা জীবন।
---০০০---