১
আমার স্বপ্নের বাগান জুড়ে হরেক পাখি-প্রজাপতি।
২
প্রজাপতির ডানায় বসে থাকা জলপরী আমাকে ইশারায় বলে জলজ কাব্য; কাব্যের শরীর জুড়ে বেদনার সূর।
৩
সে সূরের স্রোতে গা ভাসিয়ে আমি হই দুঃখপতি।
কোন কোন ভোরে ঈষৎ আলোয় চোখ মেলে দেখি দুঃখপতির কপাল জুড়ে ঘাম।
---০০০---