১
একটি পুরোনও কাঁথা আর গাঢ় শীতের রাত
তবু আমি পেয়েছিলাম তোমার বাহুময় উষ্ণতা
ছিল আকাশে ভরাট চাঁদ-অঘ্রাণের শেষ দিনগুলোতে।
২
একটি পুরোনও চাদর আর দুটো শুকনো শরীর। তবু তোমার কন্ঠে সূরের মাদকতায়
তাজা ওয়াইনের গন্ধ যেন। পশ্চিমের জানালায় শীতল বাতাস-সেই সব সুন্দর ভোরগুলোতে।
৩
একটি পুরোনও বালিশ আর দুটো নগ্ন মন
মনের বিশাল আঙিনা জুড়ে জোষ্ঠ মাসের আম কাঁঠালের বাগান-
হাঁটু জলের নদী আর মাঠ জুড়ে দূরন্ত বাতাস আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় গুলোতে।
---০০০---