১
পাথরের দরজা ভেঙে প্রথম প্রবেশ
তারপর প্রতিদিন এক পা দুপা করে
মনের জানালার পাশে,
মাধবীলতার সাথে আলাপচারিতা।
জমে উঠেছিল বেশ নীল সে পাহাড়ের দিনগুলি।
আমরা উভয়ই জানতাম।
সূর্যটা পাহাড়ের ওপাশে উদয় হয়ে এপাশে অস্ত যায়।
মাঝখানে আর কি সময়ের পাহাড়।
২
সময় এখন দুঃসময়।
নীল পাহাড়ের পাথুরে পথে
আমার নৌকার ভেঙেছে হাল,
তাই আর দেখা হয়না নীল পাহাড়ের জানালায়
তার মুখোমুখি।