১
সূরার পেয়ালা চড়ায় শুষ্ক গলা
নর্তকীর খসে পড়া কোমড়ের বাঁধন
চোখের ইশারায় সরে যাওয়া জন
মনের দরজায় দক্ষিনা পবণ,
নাড়া দেয় অপ্রতিরোধ প্রতিক্ষণ;
বিলাস বেসন।
২
সদর দরজায় কড়া পাহারা
প্রহরী ঘুমায় ভোরে
অশ্বের পীঠে চড়ে নতজানু হয়
প্রিয় তার বাহুডোরে।
৩
আকাশ ভেদিয়া চলে চিৎকার প্রজার
মৌলিক পাওনা যাঁচে
ইসপিস করে হাত চাবুকের আঁশে
না জানি আজ মরে কে আর কে বাঁচে।
৪
গোলামী চাহিয়া শির হয়সে অধির
দু-পয়সা ফিকে দেওয়া বদান্তার সামিল
নাচের দেবতা গালেতে ছোঁ দিলে
বাবুর বারো আনা হয়ে যায় ঢিলে
কে দেবে তাহাকে সংযমের তামিল।