তোমার বেদুইন মরু প্রান্তরে
আমার মনের অস্থির পাখিরা
আর কোনদিন ভিড় জমাবে না।
কেবলী আত্মার কোলাহল চিতায় পুড়ে পুড়ে ভষ্ম হবে তাদের শুভ্র পালক পুচ্ছ।
শেষ ছাইটুকু উড়ে উড়ে ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে উড়ে উড়ে,
তোমার বেদুইন মরু প্রান্তরে আর কক্ষণও না।
চিতার আগুন নিভে যাবে শীতল নদীর গহ্বরে তাতেই
শেষ ছাইটুকু গলে যাবে অন্তিম।
জন্ম নেবে নতুন মানুষ, নতুন চোখ, বেদুইন মরু প্রান্তর আর
পুনঃ মনের অস্থির পাখিরা।