কালো যে মাছি; তার গায়ে লাগেনা ধুলো,
যে সদায় সত্যবাদী; সে হয় বুঝি মন ভুলো।
যে বোঝে অন্যের জ্বালা; তার জ্বলেনা চুলো,
সেই পাচ্ছেনা কো দাম ; যার সবকিছুতে ভালো।
যার মন থাকেনা ভাল; তার প্রাণটা কেউ পোড়ালো,
যার চলাটা সহজ সরল; তার সঙ্গিটা পালাল।
যে মন দেয়না কভু ; তার মনটা কেউ ভুলালো,
যার হয়না কো মন দেওয়া সে মনটাকে জোরালো,
যার গায় লাগেনা ধুলো; সে সবকিছুকে পেল।