১
খোলা জানালা- পাশে চুপিচুপি এসে দাঁড়াল পুবালি বাতাস
সে বাতাসের গায় আশু প্লাবণের গন্ধ।
আলুথালু চুল গিয়ে আছড়ে পড়ে শার্টের কলারে; পড়ে যায় কাঁন্নার রোল।
২
খোলা আকাশ-নীচে একফালী রোদ
এক অজানা আঁচল উড়ে এসে ছায়া করে দিতে চায় সেথায়।
অদৃশ্য ভালবাসার লোভ ক্রমশ দৃশ্যমান হয়ে প্রত্যহ অপ্রাপ্তির অনলে জ্বলে।
৩
খোলা দেহ – সারাদেহ জুড়ে হরেক আল্পনার কারুকাজ।
তার মাঝে একটি পুরোন ও পরিচিত আঁচর।
আঁচরটি হতে আজও রক্ত ঝরে।