কবি
বেদনায় ভিজিয়ে প্রাণ,
রচিলে কী অনন্ত অভিধান?
কলম
আমি কলম, কালি হয়ে উঠে এসেছি তোমাদের গল্পে, কবিতায় ইতিহাসে।
একটু পরেই হয়ত নিঃশেষ হয়ে যাব। ছুঁড়ে ফেলে দেওয়া হবে ময়লার ঝুড়িতে।
তবে জেনে রাখো তোমাদের সুখ-দুঃখের গল্পের ভেতর দিয়ে আমি প্রায়শঃ জেগে উঠব একাধিক চরিত্রে। এটা আমার পুনঃজনম।
কাগজ
প্রেয়সীর চিঠি খানি যথাযথ হচ্ছেনা তাই কাটাকুটি করে আমাকে মুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে বারবার। তার অস্তিত্ব প্রতিষ্ঠায় আমি হচ্ছি অস্তিত্ব হীন।