অভিমানের এই দমকা হাওয়া...
দ্রোহের ব্যপ্তিকাল কত সময়ের?
কবে নাগাদ শেষ হবে এ ক্ষোভ?
কিছু উত্তরহীন, প্রশ্ন রয়েই যায়!
অযথা অর্বাচিন শব্দের ব্যবহার!
কতটা নির্ঘুম রাত- শেষ প্রভাত...
কতটা নদী শুকালে আসে জল?
কিছু প্রশ্ন রয়েই যায়- উত্তরহীন!
আর কতটা সিডর যাবে হৃদয়ে;
কতটা বালি জমে হবে মরুভূমি?
কত পথ হাঁটলে হবো গন্তব্যহীন;
আজ কেন এই প্রশ্নের সম্মুক্ষিন?
কতটা গভীর, সাগরের গভীরতা?
শত ব্যার্থ কবিতায়- শব্দ গাঁথা...
উত্তরহীন, এ প্রশ্ন নিজেকে করি
কত লেখার পরে ফুরাবে কালি?