এসো কবিতা হাতে হাত রাখি
একটি নির্ঘুম নিশিকাব্য লিখি;
কবিতা এসো কাছাকাছি আসি
এ শীতের রাতে; উষ্ণতা মাখি।
পুরনো স্মৃতিগুলোর আড়ালে
যত অভিমান, সব ভূলে গেছি
এই কবিতা, এসো জড়িয়ে ধরি
রাগ করে; এ প্রহর বৃথা দিওনা!
কেমন ভালোবাসো, আর কেন-
পাশাপাশি এ দুরত্ব বজায় রাখো?
কবিতা, যদি এতই অভিমান হয়!
তাহলে শাস্তি দাও, ভালোবেসে-
শাস্তি দাও; এ বুকে ফিরে এসে।
কুয়াশা ভেজা এই ঘাসের দ্বিব্যি
তোমায় না ভেবে রাত কাটেনি
উন্মক্ত বাহুদ্বয় অপেক্ষা করেনি
বহু ইচ্ছে থাকা স্বত্ত্বেও-
তোমার হাতে হাত রাখিনি;
এ চোখ দুটি জলে ভেজেনি!
কবিতা, কুয়াশাচ্ছন্ন এ সূর্য স্বাক্ষী
রাগ অভিমান শেষে, তুমি বলবে
তোমায় শুধু তোমায় ভালোবাসি-
আর সেই অপেক্ষায় চেয়ে আছি।