আজ বৃষ্টি হচ্ছে মনের উঠোনে
মান অভিমানের জমা মেঘের!
কোরিডোরের বাতাশ আসছে
সিক্ত হৃদয়কে, শীতল করতে।
ক্রোধের বজ্রপাতে সে ডাকছে
টিনের চালে, শিলাবৃষ্টি পরছে।
ঘ্যাঙর-ঘ্যাঙর, ব্যাঙ ডাকছে-
নীরব প্রকৃতি আঁড়ালে কাঁদছে!
এখনও মনের উঠোনে বৃষ্টি হচ্ছে
বেলচায় অশ্রু সেচে; আমি ক্লান্ত!
অভিমানী মেঘের আড়ালে চাঁদ-
আলোকিত জোৎস্না ভালোবাসি।