শাহজাহান তাজমহল বানিয়ে কি প্রমাণ করেছে?
তার ভালোবাসা অমর? তাও মমতাজের মৃত্যুর পর!
না; আমি লোক দেখানো ভালেবাসা বাসি পারিনা
আমি স্বপ্নে বিভোর আশার বাণীও শুনাতে পারিনা
না; আমি ভালোবেসে নব ইতিহাস বানাতে আসিনি
চাঁদ হাতে এনে দেয়ার মিথ্যে স্বপ্ন দেখাতে আসিনি
আমি এটাও বলবো না; তোমাকে ছাড়া বাঁচবো না
শুধু বলবো; তোমার বিশ্বাসের পথচলার সাথী হব
কই; আমি তো কোন রাজ্যের রাজকুমারী চাইনি
চেয়েছি, যখন কাজ শেষে বাড়িতে ফিরবো-
আঁচল দিয়ে কপালের ঘামটি মুছে কেউ বলুক
-তোমার মুখটি এত শুকনো কেন?