আমি বসেছিলাম সেই বটবৃক্ষের ছাঁয়ায়
তুমি আসবে ভালোবাসবে সে অপেক্ষায়
দিন ফুঁরিয়ে রাত, আসছে নতুন বছর
অভিমানে ঝরে পড়েছে অপেক্ষার ফুল।
এখনও মনে পড়ে প্রথম দেখার মুখখানি
অচেনা দুটি হৃদয় পাশাপাশি বসে থাকা
চোখের কথপকথন, ঠোঁটের মুচকি হাসি
কতকিছুই করেছি অযথা প্রেমে পাগলামি
ক্ষনস্থায়ী জীবনে, ফুলপরী হয়ে এসেছিলে;
আবেগী কিছু কথায়, মিথ্যে ভালোবাসায়!
দোষ দিয়েছো শুধু আমার কাছে আসায়;
ঘৃণা জন্মেনি তবুও তোমার ভালোবাসায়।
তুমি সব বুঝেও কেন অভিমানে হারালে?
এই প্রশ্নের উত্তর খুঁজেছি বহু অনিদ্র রাত
বুকে বালিশ চাপা কস্টে করিনি প্রতিবাদ
তুমি ফিরে আসবে তাই জানাই সাধুবাদ।