ভাষা হারিয়েছে ভালোবাসা,
রাগ অভিমানের রোষানলে;
অঙ্কুরেই পদদলিত সব স্বপ্ন।
সে বুঝেই পদপিষ্ট করেছে সব!
তাকে ফেরানোর দায়িত্ব কার?
এ দায়িত্ব কি শুধু একা আমার!
প্রতিবার তাকে ফেরাতে চেয়ে,
হতাশাগ্রস্থ হয়ে ফিরে এসেছি!
আর কতবার বোঝাবো তাকে?
ভালোবাসার দ্বায় আমার নয়!
অভিমানের চাপা ক্ষোভে,
ভাঁটা পরেছে ভালোবাসা।
এতটাই যে-
প্রস্ফুটিত প্রেমের সে অঙ্কুরোদম,
ফুল ফোটার আগেই ঝরে গেছে!
আমি আগেই বলেছিলাম-
দূরে ঝড়ের সাইরেন দিচ্ছে,
চিৎকার করছি আমার ফুল;
আজ ফুটেছে সেই নীলপদ্ম।