কারো কবিতা লাগবে, কবিতা;
আছে একগুচ্ছ কষ্টের কবিতা।
নীল কালিতে লেখা,
হারানোর বেদনা।

-আমি কবিতার ফেরীওয়ালা

আছে লেখা-
ছন্দহীন, চিত্রকল্প ছাড়া কবিতা।
কষ্টের ক্যানভাসে আঁকা ছবিটা
কারো কবিতা লাগবে, কবিতা?

আপনার স্বপ্নের অপমৃত্যু ঘটেছে?
স্বার্থহীন ভালোবাসার জন্য!
হৃদয়হীনার অপরাধের,
বিচার চেয়ে হতাশ?

জানেন না মনের আদালতে উকিল নেই,
হৃদয় ভাঙ্গার অপরাধের বিচার হয়না!
তখন বিবেকের ক্যানভাসে কি লিখবো
আবেগের স্মৃতিতে কবিতা লেখা ছাড়া;

-আমি যে কবিতার ফেরীওয়ালা।

পূর্বের কষ্ট ঘোঁচাতে চেয়েছেন
শুনেছেন নতুন হৃদয়ের ডাক,
দেনা পাওনা করে শোধবাদ;
প্রেমকে জানান সাধুবাদ!

-ভূলে গেছেন কষ্টের ইতিকথা,
-আপনি ইতিহাসের ছেড়া পাতা।

ভাঙ্গা হৃদয়কে জোড়া দিয়েছেন
পূর্বের দ্বিগুন ভালোবেসেছেন,
আবারও কষ্ট বয়ে এনেছেন?

তবে কবিতা আপনার জন্য
-কবিতায় পাবেন
-হৃদয় ভাঙ্গার ব্যথ্যা;
-ফের স্বপ্ন ভাঙ্গার কথা।

কবিতা লাগবে, কবিতা;
কষ্ট বয়ে বেড়ানো,
-ফেরীওয়ালার কবিতা।