১.
আমি এক আঁধারের গল্প বলি
একদা নিভৃতে যে পথে চলি।
আমি সেই অাঁধারের পথহারা পথিক,
আলোর খোঁজে হারিয়েছি দিক্বিদিক।
আমি এক জীবনের প্রতিচ্ছবি,
কালো ক্যানভাসের ধূসর ছবি!
আমি ইতিহাসের সেই ছেঁড়া পাতা,
জীবনের অধ্যায়ে ছিলো স্বপ্ন গাঁথা।
২.
আমি ঝড়ের পরবর্তী সে নিরবতা,
তাণ্ডব শেষে যে পেয়েছে স্থবিরতা।
আমি গোধুলী বেলার সে পথিক,
ক্লান্ত দেহের বাড়িফেরা হাসিমুখ।
আমি রাতের কাছে জোছনা অতিথি
গাঢ় অন্ধকারে হয়ে আলোর প্রতিকী।
আমি ভোরের সোনালী সেই আলো,
ভালোবাসা নিয়ে ফিরেছি এই দেখো।
৩.
আমি ভালোবাসার রাজ্যের রাজা
তুমি আমার মনের একমাত্র প্রজা।
আমি হতে পারি বেদনার নীল রঙ
আবার ভালোবাসার লাল আবরণ।
আমি মহাপ্রলয়ের সেই শেষ শিংঙ্গার,
যেদিন হারাবো আমি করবে চিৎকার।
আমি তোমার এই দিলাম স্বাক্ষী,
বদ্ধাক্ষরে বাঁধা আমার কবিতাটি।