বিশ্বাস করো রাত আমি একটুও কাঁদিনি,
অপেক্ষার প্রহর গুনতে ছিলাম তোমার।
সত্যি বলছি আমি একটুও কষ্ট পাইনি,
শুধু বুকের বাঁ পাশে কেমন ব্যথ্যা করছে।
তুমি কখনও বলোনি ভালোবাসো আমায়,
আমিইতো বাধ্য করেছি বারবার বলতে।
তোমার সবকিছুতে ভালোবাসা পেয়েছি,
এই মনের কেমন খেলায় হটাৎ মেতেছি।
ভূলে গিয়েছি-
ঝড়ের পরে সেই আর ক্ষেতে ফসল হয় না!
তারপরেও ভালোবাসার বীজ বপন করেছি;
সেই বাগানে রঙিন ফুলের কলি এসেছে,
মনের সবটা দিয়ে হাল বয়েছি, চাষ করেছি।
স্বপ্নে দেখেছি-
দূর থেকে ঝড়ের আগমনী সাইরেন দিচ্ছে,
চিৎকার করছি- আমার ফুল, আমার ফুল।
প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি ফুলকে বাঁচাবো;
ফোঁটাবো ভালোবাসার একগুচ্ছ নীলপদ্ম।