জীবনের নানা রঙ; শুধুই পরিবর্তণ।
ইচ্ছার আক্রোশে পরিস্থিতি দৃশ্যায়ন,
পাবো কি এ জীবনে আসল মূল্যায়ন?
ছোট বেলায় ইচ্ছে ছিলো হবো বিজ্ঞানী!
রসায়নে নতুন যৌগ তৈরি করবো।
নিউটনের সূত্রের ভূল প্রমান করবো।
শুরু কম্পিউটার যুগ; আবার পরিবর্তন।
ইচ্ছে এবার হবো আমি ইঞ্জিনিয়ার;
জাভা, এইচটিএমএল শিখলাম সবই!
কাজের কাজ করলাম না কিছুই!
আঁকিবুকি করি খুব পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ;
ইলাশট্রেটরের তুলির উপর শেষ ভরসা!
এবার হবো ডিজাইনার; আবারও পরিবর্তণ।
ছবির সাথে চিত্রকলার করলাম মিশ্রণ!
শখ আবার পরিবর্তণ, ধরলাম ক্যামেরা;
চোখ লেন্স, মস্তিস্ক প্রিজম, মন ইমেজ প্রসেসর।
এবার চলে এলাম মহান পেশা সাংবাদিকতায়।
শুরু হলো লেখা, তবে এবার জীবনের ছবিতে!
ইতিহাস হবো আমি, আমারই ক্যানভাসে।