ঠিক পাশেই তুমি দাঁড়িয়ে,
কাছে, কিছুটা কাছে।
বলার আছে অনেক কথা;
কিন্তু চুপ থাকাটাই শ্রেয়!
কথাতো বলছি; চোখের ভাষায়।
তবে হৃদ কম্পন শুনতে পাচ্ছো কি?
স্পন্দনে যে করছে প্রেম নিবেদন,
সাড়া দিচ্ছে মনের সব আবেদন।
বুঝতে পারছো কি?
দূর থেকে ভেসে আসছে
পৌষের হিমশীতল বাতাশ।
পরখ করে দেখো, বাতাশটা অন্যরকম।
শরীরে কেমন ছড়িয়ে দিচ্ছে উষ্ণতা!
তুমি ঠিক পাশেই আমার,
তাকিয়ে ছিলাম অপলক দৃষ্টিতে।
প্রথম দেখা অপসরী ও সেই সময়কে,
ফ্রেমবন্দি করতে মনের ক্যামেরা দিয়ে।