যতবার কেঁদেছি আমি রাতকেই
কাছে পেয়েছি।
কতবার বলেছি আমি রাতকেই ভালোবেসেছি!
কস্টকে ভূলে যেতে শিখেছি,
আমি রাতকেই ভালোবেসেছি।
শত ব্যস্ততায় ক্লান্ত হয়েছি,
আমি রাতকেই ভালোবেসেছি।
আমি রাতকে যখন প্রশ্ন করি
তুমি রাত কেন এত নিষ্ঠুর?
রাত তখন জবাব দেয়,
আমি রাত, আমি বিষন্ন!
তুমি কেন ভালোবাসো?
জবাবে বলি, তুমি রাত।
আমি জানি তুমি নিষ্ঠুর নও
আমি বলবো তুমি রাত হও।
কেননা,
আমি রাতকেই ভালোবেসেছি।
আমি রাতকেই ভালোবেসেছি।