ইচ্ছে করে হারিয়ে যাই,
বিতর্কিত সমাজ থেকে।
নির্বাসিত হয়ে থাকি
অচেনা মানুষের ভিড়ে।
ইচ্ছে করে লেখি আমি
বিরোধী কোন কবিতা!
কোন পত্রিকায় ছাপা হবে
হয়তো আমার ছবিটা।
বিনামূল্যে প্রচার পাবো,
মিডিয়ায় কভারেজ পাবো।
স্বল্প জ্ঞানের অল্প বিস্তার
পাবে না কেউ নিস্তার।
সবার বিরুদ্ধে লিখবো আমি
হবো আমি জ্ঞানপাপী।
ভালো নামে না হোক,
পরিচয়তো রেখে যাবো!